বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সাদুল্লাপুরে চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার 

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি 

সাদুল্লাপুরে চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার 

গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলা থেকে মোটরসাইকেল চোর চক্রের চার সদস্য গ্রেপ্তারসহ চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে সাদুল্লাপুর থানা পুলিশের সহযোগিতায় দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম।

জানা যায় গত মঙ্গলবার নবাবগঞ্জ হাসপাতাল থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। অভিযোগ পাওয়ার পর নবাবগঞ্জ থানা পুলিশ বিভিন্ন জায়গার সিসি ক্যামেরার ফুটেজ দেখে মোটরসাইকেল চালিয়ে আসা রাজা মিয়াকে সনাক্ত করে। 

রাতে নবাবগঞ্জ থানার ছয় সদস্যের একটি টিমসহ সাদুল্লাপুর থানা পুলিশের একটি টিম রাতভর অভিযান চালিয়ে সাদুল্লাপুরের বিভিন্ন গ্রাম থেকে  চারজনকে গ্রেপ্তারসহ চোরাইকৃত মোটরসাইকেটি উদ্ধার করে। 

অভিযানে অংশগ্রহণকারী পুলিশ সূত্রে জানা যায় যে, অভিযানের প্রথমে মোটরসাইকেল চালিয়ে আসা রাজা মিয়াকে গ্রেপ্তার করার হয়। পরে তার দেয়া তথ্যমতে বাকী চারজনকে গ্রেপ্তার করে তারা।

গ্রেপ্তাররা হলেন, বড় দাউদপুর গ্রামের রহেদ আলীর পুত্র রাজা মিয়া (৪০) দড়ি তাজপুর গ্রামের মৃত্যু কফিল উদ্দিনের পুত্র জহুরুল (৩৮) নিজ পাড়া গ্রামের মৃত্যু মতিনের পুত্র আবদুল্লাহ আল মামুন মিঠু (৫০) ছোট্ট ছত্রগাছা গ্রামের শহিদুলের পুত্র সৌরভ ইসলাম (২৫)। 

জানা যায় ছোট্ট ছত্রগাছা গ্রামের শহিদুল ইসলাম  ও রেজািয়র পুত্র সৌরভ (২৫) গত মঙ্গলবার বৌবাজার থেকে মাদারগঞ্জের এক ব্যক্তির নিকট থেকে ২১ হাজার টাকায় ডিসকাভার মোটরসাইকেলটি ক্রয় করে। পুলিশ তার নিকট হতে মোটরসাইকেল উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করে।

তাদের গ্রেপ্তারের পর সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে হাজির করে নবাবগঞ্জ থানার ওসির উপস্থিতিতে হস্তান্তর করা হয়। নবাবগঞ্জ থানার ওসি এ বিষয়ে ঘটনার বর্ণনা দিয়ে প্রেস ব্রিফিং করেন।

টিএইচ